এক নজরে মাধ্যমিক শিক্ষা
দিনাজপুর জেলা সদর হতে ৪০ কি.মি পবে ফুলবাড়ী উপজেলা এর উওরে পাবতীপুর দক্ষিনে বিরামপুর ,পুব দক্সিণে নবাবগনজ উপজেলা ও পশ্চিমে ভারত সীমান্ত। ফুলবাড়ী উপজেলার আয়তন ২২৯.৫৫ বর্গকিমি:। ৭ টি েইউনিয়ন ও ৭৮ টি গ্রাম নিয়ে গঠিত। দিনাজপুর ঢাকা হাইওয়ে সংলগ্ন ফুলবাড়ী উপজেলা একটি গুরুত্বপূর্ বানিজ্য কেন্দ্র। এ উপজেলার অতিনিকটে বড়পুকুরিয়া কয়লখিনি ও মধ্যপড়িা কঠিন শিলাখনি অবস্থিত। দিন দিন ফুলবাড়ীর গুরূত্ব আরও বাড়ছে।
ব্রিটিশ শাসনামলে বেঙ্গল স্কুল পরিদর্শক রিপোর্ট-1873 হতে দেখা যায় যে, দিনাজপুর জেলার একটি উচ্চ মাধ্যমিক, 30টি মাধ্যমিক, 376টি প্রাইমারী 03টি বালিকা বিদ্যালয়সহ মোট 411টি শিক্ষা প্রতিষ্ঠানের কথা জানা যায় যে, যা তৎকালীন রাজশাহী শিক্ষা সার্কেলের মধ্যে সর্ববৃহৎ। 1765 সালে ইষ্ট ইন্ডিয়া কোম্পানীর দেওয়ানী লাভের প্রায় 100 বছর পর 1854 সালে দিনাজপুরে প্রথমে ইংরেজি বিদ্যালয় (দিনাজপুর জিলা স্কুল) প্রতিষ্ঠা হয় দিনাজপুরের রাজা তারকনাথের প্রদত্ত এক বিল্ডিং-এ। 1856 সালে এটি সরকারি বিদ্যালয়ে পরিণত করা হয়। 30টি মাধ্যমিক বিদ্যালয়ের মধ্যে 04টি বিদ্যালয়ে ইংরেজি পড়ানো হতো এবং বাকী 26টি ছিল মাধ্যমিক ভার্নাকিউলার স্কুল। যার মধ্যে 07টি ছিল সরকারি স্কুল, 17টি অনুদান প্রাপ্ত এবং 02টি অনুদান প্রাপ্ত নাইট স্কুল। তৎকালীন সময়ে 03টি বালিকা স্কুল ছিল বলে জানা যায়। দিনাজপুর শহরে অবস্থিত বালিকা স্কুলটি 1869 সালে স্থাপিত হয় এবং 1961 সালে সরকারি বালিকা স্কুলে পরিণত হয়।
দিনাজপুর জেলার ফুলবাড়ী উপজেলায় তৎকালীন সময়ে অন্যান্য স্কুল সমূহের মধ্যে সুজাপুর হাই স্কুল (1919), রাজারামপুর হাই স্কুল (1190)। বর্তমানে দিনাজপুর জেলার ফুলবাড়ী উপজেলায় 95টি নিম্ন মাধ্যমিক বিদ্যালয়, 556টি মাধ্যমিক বিদ্যালয়, 35টি স্কুল ও কলেজ, 57টি স্বতন্ত্র এবতেদায়ী মাদ্রাসা, 212টি দাখিল মাদ্রাসা, 36টি আলিম মাদ্রাসা, 42টি ফাজিল মাদ্রাসা, 07টি কামিল মাদ্রাসা, 81টি কলেজসহ 27টি কারিগরি শিক্ষার প্রতিষ্ঠান রয়েছে। এছাড়াও রয়েছে 01টি বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, 01টি মেডিকেল কলেজ এবং 01টি পলিটেকনিক্যাল ইন্সটিটিউট।
পরিকল্পনা ও বাস্তবায়নে: মন্ত্রিপরিষদ বিভাগ, এটুআই, বিসিসি, ডিওআইসিটি ও বেসিস